বিচিত্রপুর, ম্যানগ্রোভ আর সুবর্ণরেখা - জীবনের মরুপথে জলছবি এঁকে যায়
Submitted by Weekend-Tours on Sat, 02/17/2024 - 11:50ভ্রমণপিপাসু বাঙালির কাছে সমুদ্র মানেই হয় পুরী না হয় দিঘা। এবার .আপনার ভ্রমণ মানচিত্রে একটা নতুন জায়গা যোগ করুন। বিক্ষিপ্ত মনটা যদি ডানা মেলে উড়ে যেতে চায় সমুদ্র তটে, পাড়ি দিন দিঘার থেকে ১৫ কিমি দূরে উড়িষ্যার বালেশ্বর জেলার অন্তর্গত বিচিত্রপুরে ।