Blogs

বিচিত্রপুর, ম্যানগ্রোভ আর সুবর্ণরেখা - জীবনের মরুপথে জলছবি এঁকে যায়

ভ্রমণপিপাসু বাঙালির কাছে সমুদ্র মানেই হয় পুরী না হয় দিঘা। এবার .আপনার ভ্রমণ মানচিত্রে একটা নতুন জায়গা যোগ করুন। বিক্ষিপ্ত মনটা যদি ডানা মেলে উড়ে যেতে চায় সমুদ্র তটে, পাড়ি দিন দিঘার থেকে ১৫ কিমি দূরে উড়িষ্যার বালেশ্বর জেলার অন্তর্গত বিচিত্রপুরে ।

হীরক রাজার দেশে

'প্রবাদপ্রতিম চলচ্চিত্রকার সত্যজিς রায়ের হীরক রাজার দেশ' ছায়াছবিটি দেখেননি এরকম বাঙালি বোধহয় হাতেগোনা। ছবিটির কিছু অংশের শুটিং হয়েছিল পুরুলিয়ায়। পশ্চিমবাংলার এই জেলাটির প্রকৃতি বড় মনোরম। জেলাটির একটি বড় আকর্ষণ হল জয়চণ্ডী পাহাড়। এই পাহাড়টি কলকাতা থেকে মাত্র ২৬৩ কিমি দূরে অবস্থিত । ৮০০ ফুট উচ্চতা বিশিষ্ট জয়চন্ডী পাহাড়টি পাহাড়প্রেমীদের কাছে একটা অন্যতম আকর্ষণ। মা চন্ডি র নামানুসারেই এই পাহাড়টির নাম রাখা হয়েছে জয়চন্ডি পাহাড়।

আজ সবুজের আমন্ত্রণে, শাল-সেগুনের বনে, তিতির-তোতার আহ্বানে - জয়পুর জঙ্গল

আজ সবুজের আমন্ত্রণে
 

দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশির বিন্দু।

সত্যি, জীবনে যা কিছু সহজে পাওয়া যায় তা বোধহয় আমাদের তেমন টানে না। এভাবেই আমাদের চারিপাশে ছাড়িয়ে থাকা বহু মণিমাণিক্য আমাদের অগোচরে থেকে যায় । তেমনি এক মানিক্য জয়পুর জঙ্গল। ভাবছেন সেটা সুদূর রাজস্থানে, কম করে এক সপ্তাহের ছুটি চাই ? না, এই জয়পুর আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত। সপ্তাহান্তে কোথায় যাবেন ভাবছেন? একবার সাড়া দিন সবুজের আহ্বানে। এটুকু ব্বলতে পারি আফশোষ করবেন না।

শাল সেগুনের ফন্দি

গোঙ্গনি গিরিখাত - ঘুরে আসুন বাংলার কলোরাডো

পশ্চিমবাংলার প্রাকৃতিক সৌন্দর্য্য অপরিসীম এবং বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যময় সৌন্দর্য্যের অনেকটাই এখনো অনাবিষ্কৃত। উরু উরু মন চাইছে কি একটু অন্যরকম এডভেঞ্চার? তাহলে চলুন গোঙ্গনি । বাংলার গিরিখাত হিসেবে এই জায়গাটি এখনো জনপ্রিয় নয়, তাই ভ্রমণ -বিলাসী বাঙালির দেখা খুব কম পাওয়া যাবে।